kalerkantho


ভারতের শ্রীনগর হামলার দায় স্বীকার করল আইএস

কালের কণ্ঠ অনলাইন   

২০ নভেম্বর, ২০১৭ ০১:০০ভারতের শ্রীনগর হামলার দায় স্বীকার করল আইএস

ছবি: ইন্টারনেট থেকে

শ্রীনগরের জাকুরায় হামলার দায় স্বীকার করেছে আইএস। আমাক নিউজ এজেন্সিতে এমনই দাবি করেছে জঙ্গি সংগঠনটি। গত ১৭ নভেম্বর জাকুরায় জঙ্গি হামলায় শহিদ হন পুলিশ কনস্টেবল। আহত হন এসপিও। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় মাগিজ আহমেদ মীর নামে এক জঙ্গি। জীবন্ত অবস্থায় ধরা পড়ে আর এক জঙ্গি।

ইসলামিক স্টেটের মুখপত্র আমাক নিউজ এজেন্সি। এই আমাককে উদ্ধৃত করে জিহাদি সরবরাহকারী সাইবার সিকিউরিটি নিউজ হিসেবে নিজেদের দাবি করা সাইট ইনটেল গ্রুপ টুইট করেছে, ইসলামিক স্টেট শ্রীনগরে হামলার দায় স্বীকার করছে।

তেহরিক-উল-মুজাহিদিন ও গাজওয়াত-উল-হিন্দ নামে দুটি জঙ্গি সংগঠন ইতিমধ্যেই দাবি করেছে জাকুরায় তারা হামলা চালিয়েছে। তবে হামলায় নিহত জঙ্গি মাগিজ তেহরিক-উল-মুজাহিদিন সংগঠনের সদস্য। ওই জঙ্গির দেহ আইএসের পতাকায় মুড়ে কালিমা পড়ে বীরের মর্যাদায় শেষকৃত্য করেছিল স্থানীয় এলাকাবাসী।

পাশাপাশি স্থানীয় কাশ্মীরিদের একাংশের বিক্ষোভেও আইএসের পতাকা দেখা গেছে। ফলে আইএসের যোগ থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারছেন না গোয়েন্দারা। যদিও হামলার পেছনে কারা ছিল, তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। সূত্র: ইন্টারনেটমন্তব্য