kalerkantho


মা ও প্রতিবন্ধী মেয়েকে খুনের চেষ্টা, হাসপাতালে মেয়ের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২০ নভেম্বর, ২০১৭ ০০:২৬মা ও প্রতিবন্ধী মেয়েকে খুনের চেষ্টা, হাসপাতালে মেয়ের মৃত্যু

প্রতীকী ছবি

মা ও প্রতিবন্ধী মেয়েকে মাথা থেঁতলে খুনের চেষ্টা। এ ঘটনায় রাতে হাসপাতালে মেয়ের মৃত্যু হয়। মায়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকেই কাকা পলাতক। চাঞ্চল্য মালদার ইংরেজবাজার পুর এলাকার ঘোষপাড়ায়। কে বা কারা, কী উদ্দেশে খুনের চেষ্টা করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

জানা গেছে, আগে পুলিশ লাইনে থাকত এই পরিবার। তবে ঘোষপাড়ায় বাড়ি তৈরির পর মাসখানেক আগে এখানে চলে আসেন ৩৭ বছরের মিঠু খাতি এবং তাঁর মা। গতকাল সকালে বাড়ির কাজের লোক এসে দরজায় কড়া নাড়তেই দেখেন দরজা খোলা। ভেতরে মা-মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। সূত্র: ইন্টারনেটমন্তব্য