kalerkantho


বেইজিংয়ে ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৯

কালের কণ্ঠ অনলাইন   

১৯ নভেম্বর, ২০১৭ ১৩:৪৫বেইজিংয়ে ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৯

চীনের রাজধানী বেইজিংয়ে একটি ভবনে আগুন লেগে ১৯ জন নিহত হয়েছেন। ভবনটিতে আগুন লাগার পর তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার বেইজিংয়ের দক্ষিণ ডাক্সিং শহরে এ ঘটনা ঘটে।

আবারও লন্ডনের ভবনে অগ্নিকাণ্ড

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, এ ঘটনায় আরও আটজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। 
 
এর আগে গত সেপ্টেম্বরে দেশটির তাইঝউ শহরে দুটি বাড়িতে আগুন লেগে ১১ জন নিহত হন।মন্তব্য