kalerkantho


গলায় ছুরি ধরে ৫০ নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কালের কণ্ঠ অনলাইন   

১৮ নভেম্বর, ২০১৭ ০০:২৮গলায় ছুরি ধরে ৫০ নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথমে ডাকাতি। তারপর গলায় ছুরি ধরে এ পর্যন্ত ৫০ জন নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে ২৮ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে চেন্নাই পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক মাধন অরিভালাগন কৃষ্ণাগিরির মথুরের বাসিন্দা। অভিযোগ, বাড়িতে একা থাকেন এমন নারীদেরই টার্গেট করত সে। তারপর সেইসব নারীদের জিনিসপত্র লুটের পর ধর্ষণ করত। এমনকি, ধর্ষণের ভিডিও করে রাখত নিজের মোবাইলে। সেই ভিডিও দেখিয়ে ফের ধর্ষণের হুমকিও দিত অভিযুক্ত যুবক।

ধৃত মাধনের ফোন থেকে উদ্ধার হয়েছে এরকম বহু ভিডিও। জেরায় মাধন পুলিশকে জানিয়েছে, বেঙ্গালুরুতে একটি সফটওয়্যার কম্পানিতে কাজ করত সে। ২০১৫-তে চাকরির জন্য চেন্নাইতে আসে। কিন্তু সেখানে সুবিধা না হওয়ার পরই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন যুবক। টাকার জন্য প্রথমবার ডাকাতি করে সে। ডাকাতির পর নারীকে ধর্ষণও করে। তারপর থেকে নারীদের টার্গেট করে করে এ কাজ করতেই থাকে মাধন। সূত্র: ইন্টারনেটমন্তব্য