kalerkantho


পরকীয়ার অভিযোগে বেঁধে যুবক-গৃহবধূকে যা করল এলাকাবাসী

কালের কণ্ঠ অনলাইন   

১৭ নভেম্বর, ২০১৭ ০২:০১পরকীয়ার অভিযোগে বেঁধে যুবক-গৃহবধূকে যা করল এলাকাবাসী

ছবি: ইন্টারনেট থেকে

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে ল্যাম্প পোস্টে বেঁধে অত্যাচার চালানো হলো এক যুবকের ওপর। অভিযুক্ত যুবকের সঙ্গে এক নারীকেও বেঁধে অপমান করে স্থানীয় এলাকাবাসী।

ঘটনাস্থল ওড়িশ্যার মালকানগিরির ক্রুসিওয়াড়া। অভিযোগ, সেখানেই এক বিবাহিত নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে স্থানীয় এক যুবকের। সম্পর্ক ছেদ করতে বার বার চাপ দেওয়া সত্বেও পিছু হঠেননি নারী। এর পরই নারী ও তাঁর প্রেমিককে দেখে নেওয়ার হুমকি দেয় তারা।

সম্প্রতি যুবক ওই নারীর সঙ্গে দেখা করতে গেলে তাঁকে ধরে ফেলে স্থানীয় এলাকাবাসী। ল্যাম্প পোস্টে বেঁধে অত্যাচার চালানো হয়। শুধু তাই নয়, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগে ওই যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দেন মুরুব্বিরা। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। সূত্র: ইন্টারনেটমন্তব্য