kalerkantho


পাকিস্তানে নিরাপত্তা শঙ্কায় চীনের রাষ্ট্রদূত!

কালের কণ্ঠ অনলাইন   

২৩ অক্টোবর, ২০১৭ ০১:১৩পাকিস্তানে নিরাপত্তা শঙ্কায় চীনের রাষ্ট্রদূত!

এক চরমপন্থী সংগঠনের হামলার আশঙ্কাতে এবার পাকিস্তানে নিজের রাষ্ট্রদূতের কড়া নিরাপত্তার দাবি তোলে চীন। গত ১৯ অক্টোবর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে চিঠি লিখে চীনের রাষ্ট্রদূত ইয়াও জিং-কে বিশেষ নিরাপত্তা প্রদানের দাবি করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের কাছে এই চিঠির প্রতিলিপি রয়েছে বলেও শোনা যায়।

সূত্রের খবর, কোটি কোটি ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রধান দায়িত্ব যার ওপর রয়েছে সেই পিং ইয়িং এই চিঠি লেখেন।

তিনি জানান, আবদুন ওয়ালি নামের এক সংগঠন থেকেই ইয়াও-এর ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইস্ট তুর্কমেনিস্তান ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট-এর সঙ্গে এই ওয়ালি যুক্ত বলে মনে করা হচ্ছে। এই সংগঠনটি চীনের জিনজিয়াং প্রদেশে সক্রিয়।

চীনের রাষ্ট্রদূতের পাশাপাশি অন্যান্য চীনা-কর্মকর্তাদের নিরাপত্তা পাকিস্তানে বাড়ানো হোক, এই দাবিই ওঠে চীনের পক্ষ থেকে।মন্তব্য