kalerkantho


স্পেস স্টেশনে ক্যামেরা প্রতিস্থাপন করল নাসা

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৭ ০২:৪৪স্পেস স্টেশনে ক্যামেরা প্রতিস্থাপন করল নাসা

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বাইরে সফল ভাবে ক্যামেরা প্রতিস্থাপন করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই মহাকাশচারী। নিজেদের টুইটার অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করেছে নাসা। অকেজো ক্যামেরা খুলে হাই ডেফিনিশন ক্যামেরা লাগিয়েছেন তারা।

নাসার এক্সপেডেশন ৫৩-র কমান্ডর রেন্ডি ব্রিসনিক ও ফাইটার ইঞ্জিনিয়ার জোই আকাবা এই ক্যামেরা অদল-বদলের কাজ করেছেন। এতে সময় লেগেছে ৬ ঘণ্টা ৪৯ মিনিট। এই নিয়ে চতুর্থ বারের জন্য স্পেসে হাঁটলেন রেন্ডি ব্রিসনিক ও তৃতীয়বারের জন্য জোই আকাবা।মন্তব্য