kalerkantho


এবার ছবি পোস্টের বিরুদ্ধে ফতোয়া!‌

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৭ ২১:৫৯এবার ছবি পোস্টের বিরুদ্ধে ফতোয়া!‌

ছবি: ইন্টারনেট থেকে

‌এবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের বিরুদ্ধে ফতোয়া! উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ ফতোয়া জারি করেছে মুসলিম পুরুষ ও নারীরা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে পারবেন না। বুধবার দেশের সবচেয়ে বড় মুসলিম সংগঠন দেওবন্দ জানিয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপে নিজের বা পরিবারের ছবি পোস্ট করা মুসলিম রীতি বিরুদ্ধ।

সম্প্রতি এক মুসলিম যুবক সোশ্যাল মিডিয়াগুলোতে ছবি পোস্ট ধর্মসিদ্ধ কিনা তা দেওবন্দের কাছে জানতে চান। উত্তরে দেওবন্দের ফতোয়া শাখার প্রধান মুফতি তারিক কাসমি বলেন, অপ্রয়োজনীয় ছবি তোলা ইসলাম সমর্থন করে না। এরপরেই ফতোয়া জারি করল দেওবন্দ। সূত্র: ইন্টারনেটমন্তব্য