kalerkantho


তামিলনাড়ুতে বাস ডিপো ধসে ৮ শ্রমিক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৭ ১৩:৩৭তামিলনাড়ুতে বাস ডিপো ধসে ৮ শ্রমিক নিহত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বাস ডিপো ধসে ৮ পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে তামিলনাড়ুর রাষ্ট্রীয় ট্রান্সপোর্ট করপোরেশনের (টিএনএসটিসি) নাগাপত্তিনাম জেলার পোরায়ার অফিসটি ধসে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

১৯৫২ সালে নির্মিত দ্বিতল অফিসটিতে রাতে শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ভবন ধসে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নাগাপত্তিনাম ডিস্ট্রিক্ট কালেক্টর ড. সি সুরেশ কুমার ঘটনাস্থল পরিদর্শন শেষে ভবন ধসের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া নিহতদের প্রত্যেকের পরিবারকে সাড়ে ৭ লাখ রুপি, গুরুতর আহতদের দেড় লাখ রুপি এবং সামান্য আহতদের পঞ্চাশ হাজার রুপি করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন।

 মন্তব্য