kalerkantho


ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৭

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৭ ০০:৪৪ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৭

ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে গত সপ্তাহের শুরুর দিক থেকে এ পর্যন্ত ৭৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি বৃহস্পতিবার জানায়, এ দুর্যোগের ঘটনায় এখনো ২৬ জন নিখোঁজ রয়েছে এবং এতে আরো ৩৮ জন আহত হয়েছে।

এদের মধ্যে ২৬ জন উত্তরাঞ্চলীয় হোয়া বিন প্রদেশে, ১৭ জন উত্তরাঞ্চলীয় ইয়েন বাই প্রদেশে, ১৬ জন মধ্যাঞ্চলীয় থান হোয়া প্রদেশে, নয়জন মধ্যাঞ্চলীয় নঘি আন প্রদেশে, ছয়জন উত্তরাঞ্চলীয় সন লা প্রদেশে, দুইজন রাজধানী হ্যানয়ে ও একজন মধ্যাঞ্চলীয় কুয়াং ত্রি প্রদেশে মারা গেছে।মন্তব্য