kalerkantho


৯ ফুট লম্বা অ্যানাকোন্ডা ধরলেন নারী গোয়েন্দা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৭ ১০:৫৫৯ ফুট লম্বা অ্যানাকোন্ডা ধরলেন নারী গোয়েন্দা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক নারী গোয়েন্দার একটি সাপ ধরার ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে। তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই ভিডিও আপলোড করা হয়েছে। জানা গেছে, লিওন কাউন্টিতে একটি বিশাল অ্যানাকোন্ডা ঢুকে পড়ার খবরে ব্যাপক আতঙ্ক শুরু হয়।
 
পেশাদার সাপুড়েরা এসে অনেক খোঁজাখুজি করেও অ্যানাকোন্ডাটি ধরতে ব্যর্থ হয়। কিন্তু এক বাসিন্দা হঠাৎ করে তার বাড়ির আঙিনায় বিশাল অ্যানাকোন্ডাটি দেখতে পান। কিন্তু সাপুড়েদের সঙ্গে যোগাযোগের নম্বর তার কাছে ছিল না। তাই তিনি দ্রুত গোয়েন্দা অফিসে ফোন করেন। নারী গোয়েন্দা এমিলি তার সহকর্মীদের নিষেধ উপেক্ষা করে সাপ ধরার চ্যালেঞ্জ নিয়ে ছুটে যান।
 
সেখানে গিয়ে তিনি দেখেন ৯ ফুট লম্বা এক হলুদ অ্যানাকোন্ডা। তিনি ভয় না পেয়ে পেছনে গিয়ে সাপটির লেজ টেনে ধরেন। এরপর লাঠি দিয়ে মাথা চেপে ধরে ধীরে ধীরে একটি বস্তার ভেতর ঢুকিয়ে দেন। গোটা ঘটনা ভিডিও করেন তার সহকর্মীরা।

 মন্তব্য