kalerkantho


রোহিঙ্গা সঙ্কটের ঘটনায় হতভম্ব সু চি

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৭ ১৯:০৫রোহিঙ্গা সঙ্কটের ঘটনায় হতভম্ব সু চি

ছবি : ইন্টারনেট থেকে

আজ শুক্রবার সুইজারল্যাণ্ডের রাজধানী জেনেভায় বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মিয়ানমারের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেত্রী অং সান সু চির একজন উপদেষ্টা জানান, সু চি তার দেশের রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের ঘটনায় হতভম্ব এবং এই সমস্যা সমাধানে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। নাম প্রকাশ না করার শর্তে সু চির ওই উপদেষ্টা আরও জানান, যা দেখেছেন তাতে তিনি (সু চি) ভীত। এ ব্যাপারে তিনি গভীর সতর্ক আছেন। 

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর নৃশংস অভিযানে অসংখ্য মানুষ নিহত হয়েছে। এবং লাখ লাখ রোহিঙ্গা মুসলিম উদ্বাস্তু হয়ে বাংলাদেশে অবস্থান করছে।মন্তব্য