kalerkantho


ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৭ ১৫:১০ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪

ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে ব্যাপক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে। আজ শুক্রবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত কয়েক দশকের মধ্যে ভিয়েতনামে এটিই সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ সপ্তাহের প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামে বহু ঘরবাড়ির ক্ষতি হয়েছে এবং হাজার হাজার একর জমির ফসল তলিয়ে গেছে। এছাড়া বন্যায় অনেক রাস্তা তলিয়ে গেছে।

৬৩ বছর বয়সী এক কৃষক জানান, বন্যায় তাদের পুরো গ্রামের সব জমির ফসল তলিয়ে গেছে, ভেসে গেছে সব পুকুরের মাছ।

এ ব্যাপারে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ সপ্তাহে বিভিন্ন প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখনো ৩৯ জন নিখোঁজ রয়েছে। তাদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

এদিকে আরেকটি বড় ধরনের ঝড় ভিয়েতনামের দিকে ধেয়ে আসছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।মন্তব্য