kalerkantho


শ্রীলঙ্কায় পাঁচ ভারতীয় মৎস্যজীবী আটক

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৭ ০০:৩২শ্রীলঙ্কায় পাঁচ ভারতীয় মৎস্যজীবী আটক

পাঁচজন ভারতীয় মৎস্যজীবীকে আটক করল শ্রীলঙ্কার নৌবাহিনী। একটি ট্রলারসহ তাদেরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে। ডেলফট আইল্যান্ড থেকে তাদের আটক করা হয়েছে।

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ভুল করে শ্রীলঙ্কার সীমানায় ঢুকে পড়ে ভারতের ট্রলারটি। এমনটাই অভিযোগ জানিয়েছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার নৌবাহিনী দাবি করেছে, ভারতের ওই পাঁচ মৎসজীবী সীমানালঙ্ঘন করেছে। শ্রীলঙ্কার মৎস্য তদারকি দপ্তরে তাদেরকে পাঠানো হয়েছে। যেটি শ্রীলঙ্কার কানকেসানথুরাই নাভাল ক্যাম্পে অবস্থিত। সেখানেই বিষয়টি তদন্ত করে দেখা হবে।মন্তব্য