kalerkantho


শান্তির জন্যে মরুভূমিতে একজোট ফিলিস্তিন আর ইসরায়েলের মায়েরা!(ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৭ ১৮:০৫শান্তির জন্যে মরুভূমিতে একজোট ফিলিস্তিন আর ইসরায়েলের মায়েরা!(ভিডিও)

হাজার হাজার মায়েরা এক হয়েছেন। তারা শান্তির জন্যে একযোগে মরুভূমির মধ্য দিয়ে মার্চ করবেন। এরা সবাই ফিলিস্তিন আর ইসরায়েরের মায়েরা। তারা সবাই শান্তি চান। 

যুগ যুগ ধরে দুটো জাতিকে পৃথক করে রেখেছে দ্বন্দ্ব-সংঘাত। এটা কতকাল বয়ে বেড়াবে প্রজন্ম? মায়েরা এর শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান চান। তাই তারা হিংসা ও বিদ্বেষ আর সীমানা ভুলে এক হয়েছেন। তারা শান্তি প্রতিষ্ঠার দাবিতে মার্চ করছেন। 

তাদের আরো দাবি ছিল, শান্তি প্রতিষ্ঠান তাদের সবারই কথা বলার সমান অধিকার রয়েছে। 'ডান, বাম, ইহুদি বা আরব, শহর বা যেখান থেকেই হোক না কে- সবদিক থেকে আমরা নারী। এই আয়োজনের আয়োজকদের একজন মারলিন স্মাদজা এভাবেই নিজেদের উদ্দেশ্যে কথা বললেন। এটি একটি গ্রুপ যার নাম 'ওমেন ওয়েজ পিস'। তাদের উদ্দেশ্য হলো, ভবিষ্যতের যেকোনো যুদ্ধ বন্ধ করা। 

তারা ২ সপ্তাহ ধরে মার্চ করেছেন এবং 'পুনর্মিলনের তাবু'তে বসে সভা করেছেন। সেখানে শিশুরাও ছিল। অনেক মা এবং শিশু বসে বসে 'তোমার ওপর শান্তি আসুক' কথাটি লিখেছেন আরবি আর হিব্রু ভাষায়। 
ওই তাবু কিন্তু বিশেষ এক তাবু হিসেবে বিবেচনা করছেন তারা। 

২০১৪ সালে ৫০ দিন ব্যাপী গাজা যুদ্ধের পর প্রতিষ্ঠিত হয় 'ওমেন ওয়েজ পিস'। ওই যুদ্ধে ২১০০ জনেরও বেশি ফিলিস্তিন নিহত হয়েছিলেন। এদের অধিকাংশই ছিলেন সিভিলিয়ান। সেই সঙ্গে ইসরায়েরের ৬৭ জন সেনা সদস্যসহ ৬ জন সিভিলিয়ান প্রাণ হারিয়েছিলেন। 

সূত্র : ইনডিপেনডেন্ট মন্তব্য