kalerkantho


চীনে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ

কালের কণ্ঠ অনলাইন   

২৬ সেপ্টেম্বর, ২০১৭ ২০:৪০চীনে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ

ছবি: ইন্টারনেট থেকে

চীনে বন্ধ হয়ে হলো হোয়াটসঅ্যাপ পরিষেবা। দ্য ওপেন অবসারভেটরি অফ নেটওয়ার্ক ইন্টারফেয়ারেন্স জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর থেকে চীনে ব্লক করে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা৷ অনুষ্ঠানিকভাবে ২৩ সেপ্টেম্বর পরিষেবা বন্ধ করে দেওয়া হলেও এর আগেও গত ১৯ সেপ্টেম্বর চীনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেননি বলে অনেকেই দাবি করেছিলেন৷

গত কয়েক মাস ধরেই বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় চীনে স্বাভাবিক ছিলো না এই পরিষেবা৷ তবে শুধু শুধু হোয়াটসঅ্যাপ নয়, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারেও সমস্যায় পড়েছেন কমিউনিস্ট চীনারা।

সংবাদ সংস্থা সূত্রের খবর, হোয়াটসঅ্যাপের ম্যাসেজ এনক্রিপটিং টেকনোলজি পছন্দ নয় চীনের প্রশাসনের৷ যার ওপর নজরদারি করা হচ্ছে এবং ‘গ্রেট ফায়ারওয়ালে’র মাধ্যমে তাতে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে৷ এই বছরেই চীনের অনলাইন নীতি কঠোর করা হয়েছে।

নতুন আইনও প্রণয়ন করা হয়েছে৷ তথ্য প্রযুক্তি সংস্থাগুলিকে দেশের মধ্যেই তথ্য রাখতে বাধ্য করা হয়েছে৷ আর এই কড়াকড়ির জেরেই ব্লক করে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। সূত্র: ইন্টারনেটমন্তব্য