kalerkantho


বুথ ফেরত জরিপে এগিয়ে রয়েছেন মার্কেল

কালের কণ্ঠ অনলাইন   

২৫ সেপ্টেম্বর, ২০১৭ ০৫:০৩বুথ ফেরত জরিপে এগিয়ে রয়েছেন মার্কেল

ছবি : ইন্টারনেট থেকে

গতকাল রবিবার জার্মানির সাধারণ নির্বাচনে ভোট গ্রহণের পর বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে রয়েছেন বর্তমান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। এবার নির্বাচিত হলে টানা চতুর্থবারের মতো চ্যান্সেলর হবেন তিনি। 

সমীক্ষায় দেখা গেছে, নির্বাচনে মার্কেলের মধ্যপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি (সিডিইউ) ও শরিক দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ) ৩২.৫ শতাংশ ভোট পেয়েছে। সিডিইউ ২০০৫ সাল থেকে জার্মানির পার্লামেন্ট বুন্দেস্টাগের সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) পেয়েছে ২০ শতাংশ ভোট।

বর্তমান চ্যান্সেলর মার্কেলের জোট সরকারের শরিক দল ছিল এসপিডি। এছাড়া ১৩.৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগ্র ডানপন্থী জাতীয়তাবাদী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)।

ফলে ৬০ বছরের মধ্যে জার্মানির পার্লামেন্টে কোনো উগ্র-ডানপন্থী দল আসন পেতে যাচ্ছে। খবর বিবিসি, সিএনএন ও এএফপির।মন্তব্য