kalerkantho


মেক্সিকোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪০

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৭ ০৯:৪৯মেক্সিকোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪০

মেক্সিকোর মধ্যাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানী মেক্সিকো সিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়েছেন অনেক মানুষ। বিবিসি ও সিএনএন জানায়, ভূমিকম্পে এ পর্যন্ত ১৪০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টার কিছু পরে কেঁপে ওঠে সবকিছু। প্রায় ৫১ কিলোমিটার জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরে। মেক্সিকো সিটিতেও ২০টির বেশি ভবন ধসে পড়েছে। 

উল্লেখ্য, ১৯৮৫ সালের এক ভূমিকম্পে ১০ হাজারের মতো মানুষ নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর এ মাসের শুরুতে ৮ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এতে নিহত হন কমপক্ষে ৯০ জন। এই ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গতকাল মঙ্গলবার ফের আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়। এ সময় কেঁপে ওঠে সবকিছু। আতঙ্কে মানুষজন রাস্তায় বের হতে থাকেন।

 মন্তব্য