kalerkantho


মেক্সিকোতে ভূমিকম্পে নিহত ৬৫

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৭ ০৪:৩৯মেক্সিকোতে ভূমিকম্পে নিহত ৬৫

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল সমগ্র মেক্সিকো সিটি। আর এতেই অন্তত ৬৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাতের দিকে বেশ জোড়াল ভূমিকম্প অনুভূত হয় সমগ্র শহর জুড়ে। ভূমিকম্প গবেষক সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে বা ইউএসজিএস-এর দেওয়া তথ্য অনুসারে রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.১।

ভূমিকম্পের আঘাতের সাথে সাথে জনমনে আতংক ছড়িয়ে পড়ে। ঝাঁকুনির সাথে সাথে হাজার হাজার মানুষ খোলা স্থানে বেরিয়ে আসে।

মেক্সিকো সিটির দক্ষিণ দিকের শহর কুয়েরনাভাকায় আগুন ধরে যাওয়া কয়েকটি ভবনের মধ্যে মানুষ আটকা পড়েছেন। শহরের অনেক এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভূমিকম্পের পরপর দেশটির বিমান বন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।

১৯৮৫ সালে ঠিক এ দিনেই অর্থাৎ ১৯ সেপ্টেম্বর জোড়াল ভূমিকম্প অনুভূত হয়েছিল মেক্সিকো শহরে। তারপর এত বড় মাপের ভূমিকম্প হয় নি। ৩২ বছর পরে ফিরে এল সেই স্মৃতি। তাও আবার সেই অভিশপ্ত দিন সেপ্টেম্বর মাসের ১৯ তারিখেই।মন্তব্য