kalerkantho


আমলাতন্ত্র ও অব্যবস্থাপনার কারণে জাতিসংঘ বিকাশ লাভ করেনি

কালের কণ্ঠ অনলাইন   

১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১১:৩৪আমলাতন্ত্র ও অব্যবস্থাপনার কারণে জাতিসংঘ বিকাশ লাভ করেনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে দেওয়া প্রথম ভাষণে বলেছেন, জাতিসংঘ তার সম্ভাবনা কাজে লাগাতে পারছে না। আমলাতন্ত্র ও অব্যবস্থাপনার কারণে সংস্থাটি পুরোপুরি বিকাশ লাভ করেনি। মঙ্গলবার নিউইয়র্কে সংস্থার সদর দফতরে জাতিসংঘের সংস্কার ইস্যুর বিশেষ বৈঠকে তিনি একথা বলেন। ভাষণে তিনি সদস্য রাষ্ট্রের প্রতি জাতিসংঘকে সংস্কারের আহ্বান জানান।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের আর্থিক অনুদানের সমালোচনা করে ট্রাম্প বলেন, কোনো রাষ্ট্রেরই অসামঞ্জস্য খরচ বহন করা উচিত নয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের খরচের ২৮.৫ ভাগই যুক্তরাষ্ট্র প্রদান করে থাকে। ট্রাম্প এটাকে অন্যায় বলে অভিহিত করেন।

আজ জাতিসংঘ সাধারণ অধিবেশনে দীর্ঘ ভাষণ দেবেন ট্রাম্প। গত বছরের মার্কিন নির্বাচনের নির্বাচনী প্রচারণার সময়ও ট্রাম্প জাতিসংঘের কঠোর সমালোচনা করেন। সে সময় সংস্থাটিকে তিনি অথর্ব ও অদক্ষ বলে অভিহিতি করে এর সমালোচনা করেন।

 মন্তব্য