kalerkantho


নতুন রুপে নতুন সাজে ফিরছে মারাত্মক আল কায়েদা!

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:০৪নতুন রুপে নতুন সাজে ফিরছে মারাত্মক আল কায়েদা!

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) এর উত্থানের জেরে একদশকের বেশি সময় চর্চার বাইরেই ছিল এই জঙ্গি সংগঠনটি। এবার আরো শক্তি বাড়িয়ে ফিরছে তারা। জঙ্গি সংগঠনটির নাম, আল কায়েদা। ওসামা বিন লাদেনের আল কায়েদা।

আন্তর্জাতিক গোয়েন্দারা জানাচ্ছেন, যুক্তরাষ্ট্রে ৯/১১-র হামলার পর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ধুঁকতে থাকা আল কায়েদা নিজেদের ফের গুছিয়ে নিয়েছে।

গোয়েন্দারা জানাচ্ছেন, হায়াত তাহরির আল শাম (এইচটিএস) নামক একটি জঙ্গি সংগঠন গত মাসে সিরিয়ার ইদলিব শহরের দখল নেয়। হ্যাঁ, এই জঙ্গি সংগঠনটিই আল কায়েদা। নতুন নামে। আইএস-এর থেকেও শক্তিশালী হতে চলেছে এটি।

হোয়াইট হাউসের কাউন্টার টেররিজম ডিরেক্টর জোসুয়া গেলত্‍‌জারের কথায়, ‘আইএস হয়তো আজকে খুবই শক্তিশালী হুমকি। কিন্তু আল কায়েদা আরও খতরনাক হতে চলেছে ভবিষ্যতে। আইএস-কে পিছনে ফেলে দেবে এইচটিএস।’

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া


মন্তব্য