kalerkantho


নেপালে নিখোঁজ পাকিস্তানি নাগরিক খোঁজায় সাহায্য করবে না ভারত

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০৬:১১নেপালে নিখোঁজ পাকিস্তানি নাগরিক খোঁজায় সাহায্য করবে না ভারত

নেপাল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন অবসরপ্রাপ্ত পাকিস্তানের সেনা অফিসার হাবিব। তাকে খোঁজার বিষয়ে কোনোরকম সাহায্য করবে না ভারত সরকার। এমনই জানিয়ে দিয়েছে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস। পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশনে একথা জানালেন সে দেশের আইনমন্ত্রী জাহিদ হামিদ।

অভিযোগ রয়েছে, নেপালের মাটিতে পাকিস্তানের সামরিক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের জাল ছড়িয়ে দিতে হাবিবকে নিযুক্ত করা হয়েছিল। যদিও ইসলামাবাদের দাবি করেছে, প্রাক্তন সেনাকর্মী হাবিব চাকরির সূত্রে নেপালে গিয়েছিলেন।

গত ৬ এপ্রিল পাকিস্তান সেনার অবসরপ্রাপ্ত কর্নেল হাবিব নেপাল-ভারত সীমান্তের লুম্বিনি শহর থেকে নিখোঁজ হয়ে যান। সিসিটিভি ফুটেজে তাকে লুম্বিনির গৌতম বুদ্ধ বিমানবন্দরের বাইরে দেখা যায়। এরপরেই তার কোনও খোঁজ মিলছে না।

নিখোঁজ হাবিবের সন্ধান পেতে পাকিস্তানের পক্ষে নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। তদন্তের সাহায্যে জন্য নেপাল সরকার ভারতীয় দূতাবাসের কাছে আবেদন করেছিল। সেই আবেদন সরাসরি খারিজ হয়েছে।মন্তব্য