kalerkantho


রণতরী দুর্ঘটনা

মার্কিন সপ্তম নৌবহরের কমান্ডার বরখাস্ত

কালের কণ্ঠ অনলাইন   

২৩ আগস্ট, ২০১৭ ২৩:২৮মার্কিন সপ্তম নৌবহরের কমান্ডার বরখাস্ত

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরোষ্ট্রের নৌবাহিনী সপ্তম নৌবহরের প্রধান ভাইস অ্যাডমিরাল জোসেফ অকয়েনকে বরখাস্ত করেছে। সিঙ্গাপুর উপকূলসহ এশিয়া অঞ্চলে একের পর এক রণতরী দুর্ঘটনায় পড়ার ঘটনায় তাকে বখাস্ত করা হয়েছে। দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি বুধবার এ খবর জানায়। বিবৃতিতে বলা হয়, মার্কিন নৌবাহিনী ভাইস অ্যাডমিরাল অকয়েনের নেতৃত্বের উপর আস্থা হারিয়েছে। 

গত সোমবার সিঙ্গাপুরের কাছে একটি তেলবাহী জাহাজের সঙ্গে মার্কিন রণতরী ইউএসএস জন এস ম্যাককেইন এর সংঘর্ষে পাঁচ নৌসেনা আহত এবং ১০ সেনা নিখোঁজ হয়। নিখোঁজ নৌসেনাদের অনুসন্ধান অভিযানে গতকাল মঙ্গলবার ডুবুরিরা ইউএসএস জন ম্যাককেইনের ডুবে যাওয়া অংশের বন্ধ কম্পার্টমেন্টগুলোর ভেতরে মানুষের দেহাবশেষ খুঁজে পায়।

এটি এ বছর মার্কিন নৌবাহিনীর কোনও জাহাজের সঙ্গে অন্য কোনও জাহাজের সংঘর্ষের চতুর্থ ঘটনা। গত দুইমাসের মধ্যে যা দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের ঘাঁটি জাপানের ইওকোসুকা। এটি মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সবচেয়ে বড় নৌবহর বহরে ৫০ থেকে ৭০টি জাহাজ ও সাবমেরিন আছে।


মন্তব্য