kalerkantho


৪ বছরের জন্য স্তব্ধ লন্ডনের বিগ বেন বেল

কালের কণ্ঠ অনলাইন   

২১ আগস্ট, ২০১৭ ১৫:১৪৪ বছরের জন্য স্তব্ধ লন্ডনের বিগ বেন বেল

চার বছরের জন্য বন্ধ হচ্ছে লন্ডনের আইকনিক বিগ বেন বেল। ঘড়ি ও বিগ বেন টাওয়ারে মেরামতির প্রয়োজনেই এই ঘণ্টাধ্বনি চার বছরের জন্য স্তব্ধ হবে বলে জানানো হয়েছে। সোমবার দুপুরে শেষবারের মতো শোনা যাবে বিগ বেনের ডং। সেই সময় বহু মানুষ সেখানে জড়ো হবেন। ১৫৭ বছরের ইতিহাসে এর আগে কখনোও এত লম্বা সময়ের জন্য বন্ধ থাকেনি বিগ বেন। তবে নিউ ইয়ারের মতো কয়েকটি বিশেষ দিনে বিগ বেনের ঘণ্টাধ্বনি শোনা যাবে।

ব্রিটিশ পার্লামেন্টের ৯৬ মিটার লম্বা এলিজাবেথ টাওয়ারের এই ঘড়ির ১৯৮৫ সালের পর থেকে কোনও মেরামতি হয়নি। ডায়ালের কাঁচ, ঘড়ির কাঁটা ও টাওয়ার - সর্বত্রই মেরামতি প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু এত দীর্ঘ সময়ের জন্য বিগ বেন বন্ধ রাখার সিদ্ধান্তে আপত্তি জানান কেউ কেউ। ১৩.৭ টনের যে বিশাল হাতুড়ি প্রতি ঘণ্টায় ঘড়ির বেলে আঘাত করে, তা খুলে নেওয়া হবে। ভিক্টোরিয়ান মেকাজনিজমের এই ঐতিহাসিক ঘড়ির আওয়াজ ফের নিয়মিত ভাবে শোনা যাবে ২০২১ সালের পর থেকে।

 


মন্তব্য