kalerkantho


সিয়েরা লিওনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৭

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৭ ১৫:১৬সিয়েরা লিওনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৭

সিয়েরা লিওনে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৭ জনে। এর মধ্যে শিশু রয়েছে শতাধিক। এখনো অনেক মানুষ নিখোঁজ থাকায় জাতিসংঘ নিহত ৬ শতাধিক ছাড়ার আশঙ্কা করেছে। খবর রয়টার্স, সিএনএন ও আলজাজিরার।

আন্তর্জাতিক রেডক্রস জানিয়েছে, গত সোমবার থেকে এখন পর্যন্ত বন্যায় চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারি বর্ষণ অব্যাহত থাকায় নিহতদের রাজধানী ফ্রিটাউনের বিভিন্ন স্থানে গণকবর দেওয়া হচ্ছে। 

এই প্রাকৃতিক দুর্যোগে ৪৬৭ জন নিহতের কথা উল্লেখ করে সিয়েরা লিওনের উপস্বাস্থ্যমন্ত্রী মদিনা রহমান বলেছেন, গত সপ্তাহ থেকে শুরু হওয়া বন্যায় মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন।

সাম্প্রতিক সময়ে কলেরা ও ম্যালেরিয়ায় ব্যাপক প্রাণহানির পর বন্যা তার দেশে মানবিক বিপর্যয় ডেকে এনেছে বলেও মন্তব্য করেন তিনি। রেডক্রস আরো জানায়, নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।


মন্তব্য