kalerkantho


শ্লীলতাহানিই শেষ নয়, দুর্ভোগ আরও বাকি ছিল তার!

কালের কণ্ঠ অনলাইন   

১৮ আগস্ট, ২০১৭ ১৬:৫৮শ্লীলতাহানিই শেষ নয়, দুর্ভোগ আরও বাকি ছিল তার!

দিল্লির বিমানবন্দর অঞ্চলের এক ফাইভ-স্টার হোটেল। গত ২৯ জুলাই, হোটেলের সিকিউরিটি ম্যানেজার এমন এক কাণ্ড ঘটালেন যাতে নারী সুরক্ষার কথা আবারও প্রশ্নের মুখে পড়ল।

হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে সদ্য পাওয়া গিয়েছে সেই ‘অভব্যতার’ নজির।

দিল্লির এরোসিটি-র প্রাইড প্লাজা হোটেলে গত দু’বছর ধরে কাজ করছিলেন তেত্রিশ বছরের এই নারী। এবং কয়েক মাস ধরেই হোটেলের সিকিউরিটি ম্যানেজার পবন দাহিয়া, নারীকে  বিরক্ত করছিল, তার সঙ্গে শারিরীক সম্পর্ক করার জন্য। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২৯ জুলাই পবনের জন্মদিন ছিল। সেদিন ওই নারীকে পবন নিজের ঘরে ডাকে এবং হঠাৎ করেই তার শাড়ির আঁচল ধরে টানতে থাকে। কিন্তু, বেশি কিছু হওয়ার আগেই হোটেলের অন্য এক কর্মী ঘরে ঢুকে পড়ে এবং নারী রক্ষা পান। 

হোটেল কর্তৃপক্ষকে ঘটনার কথা জানিয়েও কোনও লাভ হয়নি। উল্টে নারীরই চাকরি চলে যায়। সঙ্গে সেই ব্যক্তিরও চাকরি যায়, যিনি পবনের কুকীর্তির সাক্ষী ছিলেন। প্রসঙ্গত, এই ব্যক্তিই ঘটনার সিসিটিভি ফুটেজটি ওই নারীকে দিয়েছিলেন।
পবনের শেষ পর্যন্ত কী হল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

- ইন্টারনেটমন্তব্য