kalerkantho


নেপালকে পাশে পেতে ভারতের কৌশলি পদক্ষেপ

কালের কণ্ঠ অনলাইন   

১৭ আগস্ট, ২০১৭ ০৪:৩৭নেপালকে পাশে পেতে ভারতের কৌশলি পদক্ষেপ

ভারতকে চাপে রাখতে নানা ভাবে নেপালের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করছে চীন। সস্তায় ইন্টারনেট দেওয়া থেকে একাধিক ইস্যুতে নেপালকে পাশে পাওয়ার চেষ্টা। সম্প্রতি ডোকালাম ইস্যুতে যখন উত্তেজনা বাড়ছে ভারত-চীনের মধ্যে সেই সময়ে পালটা নেপালকে কাছে টানার চেষ্টা করছে বেইজিং। এই অবস্থায় কৌসুলি পদক্ষেপ ভারতের।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নেপালের বিভিন্ন হাসপাতাল, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ৩০ টি অ্যাম্বুলেন্স ও ৬ টি বাস উপহার দিল ভারত। নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মঞ্জীব সিংহ পুরি কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিভিন্ন সংস্থাগুলির প্রতিনিধিদের হাতে গাড়িগুলির চাবি তুলে দেন।

শুধু তাই নয়, নেপালের ৬১ টি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি ও গ্রন্থাগারগুলির জন্য বইও উপহার দেওয়া হয়। পুরির মতে, নেপাল সব সময় ভারতের ‘পরম বন্ধু’। যেভাবে ভারত নেপাল সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে তেমনই আগামিদিনেও করবে বলে জানান ভারতীয় রাষ্ট্রদূত মঞ্জীব সিংহ পুরি।


মন্তব্য