kalerkantho


ভারত-চীন অস্থিরতা কমাতে আলোচনায় বসার প্রস্তাব

কালের কণ্ঠ অনলাইন   

১৭ আগস্ট, ২০১৭ ০২:০১ভারত-চীন অস্থিরতা কমাতে আলোচনায় বসার প্রস্তাব

ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি! কোনও পক্ষই সীমান্ত থেকে সেনা সরাতে নারাজ। এই অবস্থায় এখনই সমস্ত সমস্যার সমাধান হওয়া প্রয়োজন। আর তা মেটাতে এখনই ভারত এবং চীনের আলোচনায় বসা উচিৎ।

চীন এবং ভারতের প্রতিনিধিদের এমনটাই ফোন করে বলল মার্কিন প্রশাসন। যদিও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্যে অনেক আগেই জানিয়েছিল ভারত। কিন্তু তা শুনতে নারাজ চীন। ফলে, চীনের এই বার্তা কতটা চীন শুনবে তা নিয়ে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে।

ডোকলামকে কেন্দ্র করে দুমাস ধরে ভারত-চীন সীমান্তে অস্থিরতা চলছে। এই অচলাবস্থা প্রসঙ্গে মার্কিন প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছিল এই বিষয়ে তাদের মতামত কী? মার্কিন কংগ্রেসের মুখপাত্র হিথার নৌআর্ট জানিয়ে দিয়েছেন, তারা দুদেশের প্রতিনিধিকেই ফোন করেছিলেন। এখনই বসে সরাসরি আলোচনা করে এই সমস্যা মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন তারা।

এর আগে গত ১১ অগাস্টও মার্কিন কংগ্রেসের তরফে ভারত ও চীনকে কূটনৈতিক স্তরে আলোচনা করে ডোকলাম সমস্যা মিটিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছিল। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও অবস্থাতেই নিজেদের সীমান্তে সমঝোতা করবে না বেইজিং।

চীনের পক্ষে দাবি, কোনও রকম আলোচনায় বসার আগে, ভারতকে ডোকলাম থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে হবে। কিন্তু ভারতও পালটা জানিয়ে দিয়েছে তারা সেনা সরাবে না।


মন্তব্য