kalerkantho


'আমি সব মুসলমানকে হত্যা করব'

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৭ ১২:৩০'আমি সব মুসলমানকে হত্যা করব'

লন্ডনের একটি মসজিদ থেকে নামাজ পড়ে মুসল্লিদের গাড়িচাপা দেওয়ার পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তি তাকে আটক করতে সক্ষম হন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মুসল্লিদের ওপর গাড়ি তুলে দেওয়ার পর হামলাকারী ওই চালক চিৎকার করে বলেন, 'আমি সব মুসলমানকে হত্যা করব।'

মুসল্লিরা ফিনসবেরি পার্ক মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিলেন। সে সময়েই হঠাৎ করে গাড়িটি মুসল্লিদের ওপর তুলে দেওয়া হয়। হামলার শিকার বেশির ভাগ লোকই সারা দিনের রোজা শেষে ইফতার ও সন্ধ্যার নামাজ আদায় করে ফিরছিলেন। এ ঘটনায় একজন নিহত ছাড়াও বেশ কয়েকজন পথচারী আহত হয়েছেন।

হামলাকারী একটি সাদা ভ্যানগাড়ি নিয়ে ফিনসবেরি পার্কের পাশে আগেই দাঁড়িয়ে ছিল। নামাজ পড়ে মুসলমানরা বের হলেই ভ্যানটি চলতে শুরু করে এবং মুসল্লিদের চাপা দেয়।

লন্ডনের পুলিশ এ হামলাকে 'গুরুতর ঘটনা' বলে মনে করছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

 


মন্তব্য