kalerkantho


জেমস কোমিকে বরখাস্ত করার কারণ জানালেন ট্রাম্প

কালের কণ্ঠ অনলাইন   

২০ মে, ২০১৭ ০১:৪৯জেমস কোমিকে বরখাস্ত করার কারণ জানালেন ট্রাম্প

Federal Bureau of Investigation (FBI)-এর ডিরেক্টর জেমস কোমিকে বরখাস্ত করার কারণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, কোমি সেরকম জনপ্রিয় না হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেন ট্রাম্প। তিনি স্পষ্ট করেই বলেন, বেশিরভাগ মানুষেরই অপছন্দের এই কোমি। জনপ্রিয় না হওয়ার কারণেই তাই পদ খোওয়াতে হল তাকে।

জেমস কোমিকে বরখাস্ত করার পর ট্রাম্প প্রশাসনকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়। তবে ট্রাম্পের সাফ জবাব, শুধু রিপাবলিকানস নয়, ডেমোক্রেটিক পার্টিও জেমস কোমির বিষয়ে যথেষ্ট কঠোর।

প্রসঙ্গত, প্রথমে কোমির বরখাস্তের বিষয়ে বলা হয়েছিল, হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহারের মামলাতে কোমির ভূমিকা নিয়ে ট্রাম্প একেবারেই খুশি ছিলেন না। 

আবার বৃহস্পতিবার ট্রাম্প জানান, সাম্প্রতিককালে পার্লামেন্টের ভেতরে শুনানিতে কোমির ভূমিকা আশানুরুপ না হওয়ায় তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এবার এই সব অভিযোগের তালিকায় নয়া সংযোজন, জনপ্রিয় ছিলেন না কোমি। বিগত এক সপ্তাহেই ট্রাম্প এবং হোয়াইট হাউস কোমিকে বের করে দেওয়ার বিষয়ে বিভিন্ন ধরনের কারণ তুলে ধরে।২২


মন্তব্য