প্যারিসের চ্যাম্পস-এলেসিস অ্যাভিনিউয়ে পুলিশের উপর হামলাকারীর নাম করিম চেওরফি। বৃহস্পতিবার সন্ধ্যার ওই হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত এবং দু’জন আহত হন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়। করিম একজন দাগী অপরাধী ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর ফ্রানকো মলিনস।
জানা যায়, ক্যালাশনিকভ অ্যাজল্ট রাইফেল দিয়ে করিম পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালায়। নিহত পুলিশ কর্মকর্তার মাথায় দুটি গুলির আঘাত পাওয়া গেছে। তার পকেট থেকে কথিত ইসলামিক স্টেটের সমর্থনে একটি চিঠিও পাওয়া গেছে। যা তার পকেট থেকে নিচে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গাড়িতে রাখা কাগজপত্র থেকে বন্দুকধারীর পরিচয় পাওয়া গেলেও তা প্রকাশ করা হয়নি। করিম শহরের উপকন্ঠে বসবাস করতেন।এর আগে সে একজন পুলিশ অফিসারকে গুলি করেছিলেন এবং এই দায়ে ওই সে কয়েক বছর জেলও খেটেছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের