চীনের একটি শহরে ড্রাইভারদের জন্য পার্কিংয়ের আলাদা ব্যবস্থা করেছে যেন তারা গাড়ি রাস্তায় রেখে টয়লেট বিরতিতে যেতে পারে। এজন্য সড়কে আলাদা চিহ্নও রাখা হয়েছে। যা দেখে স্পষ্ট বুঝা যায় গাড়িটি কোথায় রেখে ড্রাইভার মোবাইলে কথা বলবেন না প্রাকৃতিক কাজ সারতে যাবেন।
চীনের শি’য়ান শহরে এ ব্যবস্থা নিয়েছে শহর কর্তৃপক্ষ। বিবিসি মনিটরিং দেখেছে শহরটিতে ৫০টি পাবলিক টয়লেটের ব্যবস্থার কাছাকাছি সড়কে ড্রাইভারদের পার্কিং সুবিধা রাখা হয়েছে। এমনকি ওই জায়গায় যদি অন্য কোনও গাড়ি রাখা থাকে তাহলে শহরের পুলিশের কাছেও অভিযোগ জানাতে পারবেন কোনও ড্রাইভার।
শি’য়ান শহরে তেরোশোরও বেশি পাবলিক টয়লেট রয়েছে এবং ট্রাফিক পুলিশ বলছে তারা সড়কে এমন ছোট বিরতির জন্য আরও পার্কিংয়ের ব্যবস্থা করার কথা ভাবছে যেন শহরের মানুষ এ সুবিধা নিতে পারে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের