kalerkantho


ট্রাম্প-রাশিয়া যোগসূত্র নিয়ে তদন্তে এফবিআই

কালের কণ্ঠ অনলাইন   

২০ মার্চ, ২০১৭ ২৩:১৫ট্রাম্প-রাশিয়া যোগসূত্র নিয়ে তদন্তে এফবিআই

‌ট্রাম্প-মস্কো যোগসূত্র নিয়ে তদন্ত হচ্ছে, এ বিষয়ে নিশ্চিত করলেন এফবিআই কর্মকর্তা জেমস কোমি। এছাড়া ‘‌কোনও অপরাধ সংঘটিত হয়েছে কিনা’‌ তদন্ত হবে তা নিয়েও। তবে কোমি বলেন, ‘‌প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচনের সময় ট্রাম্পের ফোনে আড়ি পাততেন, এ রকম কোনো প্রমাণ এফবিআই পায়নি।’‌ এনএসএ’র মুখ্য কর্মকর্তা ট্রাম্পের এই ঘটনায় মার্কিন গোয়েন্দা বিভাগকে জড়ানোর বিষযটিকে ‘‌অর্থহীন’‌ বলে দাবি করেছেন।

জেমস কোমি বলেন, ‘‌২০১৬-র মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারে রুশ অফিসারদের সঙ্গে ট্রাম্পের দলীয় কর্তাব্যক্তিদের মধ্যে যোগাযোগ যে ছিল, তদন্তে সেই প্রমাণ মিলেছে। যদিও তদন্ত এখনো চলছে। কোনো অপরাধ সংঘটিত হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।’‌

সূত্র: আজকাল


মন্তব্য