kalerkantho


আফগানিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৫ জঙ্গি নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৭ ২১:৪০আফগানিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৫ জঙ্গি নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশে ২৪ ঘণ্টায় সৈন্যদের সঙ্গে একাধিক সংঘর্ষে অন্তত ১৫ তালেবান জঙ্গি নিহত ও ১২ জন আহত হয়েছে। আজ রবিবার সেনাবাহিনীর এক সূত্র এ কথা জানায়।

ওই অঞ্চলের সেনাবাহিনীর কর্পস ২০৯ শাহিনের প্রেস অফিসার নাস্তরাউল্লাহ জামশিদি বলেন, ‘শনিবার কুন্দুজ প্রদেশের দাশত-ই-আর্চি জেলায় সৈন্যদের সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত ও অপর দুইজন আহত হয়েছে।’

ফারইয়াব প্রদেশের পাশতোন কোত জেলায় সৈন্যদের সঙ্গে সংঘর্ষে অপর সাত জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। তবে এসব হতাহত সম্পর্কে তালেবানের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।


মন্তব্য