kalerkantho


আদিত্যনাথকে উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মার্চ, ২০১৭ ০৬:০৬আদিত্যনাথকে উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা

দফায় দফায় বৈঠকের পর অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতের উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর পদে যোগী আদিত্যনাথের নাম ঘোষণা করা হয়েছে। আজ রবিবার বিকালে কাশীরাম স্মৃতি ভবনে শপথ নেবেন নতুন এই মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

৪৬ বছরের যোগী আদিত্যনাথ কট্টরবাদী হিসেবে পরিচিত। দীর্ঘ ছয় বছর তিনি গোরখপুরের সাংসদ হয়েছেন। প্রথম থেকে কোথাও তিনি মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন না। পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রী পদে আসছেন বিজেপির রাজ্য সভাপতি কেশবপ্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মা।

ভোটের ফল ঘোষণার পর থেকেই উত্তরপ্রদেশের গুরুদায়িত্ব কার হাতে দেওয়া হবে তা নিয়ে জল্পনা চলছিল। বিজেপির অন্দরমহলেও এই নিয়ে ধোঁয়াশা ছিল। গত শুক্রবার মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের দিন ক্ষণ ঘোষণা করে ফেললেও ওই দিন রাত পর্যন্ত মুখ্যমন্ত্রীর নাম জানাতে পারেনি বিজেপি শিবির। তা স্থির করতে গতকাল শনিবার সকাল থেকেই তৎপর হয়ে ওঠে বিজেপি।মন্তব্য