kalerkantho


বিয়ে করতে গেলেন সিংহের পিঠে চড়ে, দেখুন ভিডিও

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৭ ১৭:৩৯বিয়ে করতে গেলেন সিংহের পিঠে চড়ে, দেখুন ভিডিও

পাকিস্তানের মূলতানে এক যুবক কয়েক দিন আগে বিয়ে করতে যান সিংহের পিঠে চড়ে। অবশ্য সৌভাগ্যের কথা এটাই যে, সিংহটি ছিল খাঁচায় বন্দি। ফলে বড়সড় বিপদ ঘটেনি কোনও।

জানা গিয়েছে, শেখ ইরফান নামের এই পাত্র বিয়ে করতে যাওয়ার সময়ে রীতিমতো প্রমাণ সাইজের একটি সিংহকে খাঁচায় ভরে তার উপর একটি সিংহাসন বসিয়ে তার উপরে জাঁকিয়ে বসেন। পাত্রীর বাড়িতে সদলবল পাত্র পৌঁছতেই হইচই পড়ে যায়। পাত্রের চেয়ে সিংহটিকে দেখার জন্যেই লোকের কৌতূহল তখন বেশি। খোদ ইরফান এবং তাঁর বাবা শেখ হাসমত এই ‘গ্র্যান্ড এন্ট্রি’ নিয়ে রীতিমতো গর্বিত। 

বিয়ের আসরে যাওয়ার সময়ে এমন ডেয়ারডেভিল কাজকর্ম আগেও দেখা গিয়েছে। কিন্তু তার পরিণাম সব সময়ে শুভ হয়নি। ব্রাজিলের সাও পাওলো-তে এক তরুণী একবার নিজের বিয়ের আসরে হেলিকপ্টার নিয়ে আবির্ভূত হয়ে নিজের হবু বরকে চমকে দিতে চেয়েছিলেন। কিন্তু ল্যান্ডিং-এর সময়ে সেই হেলিকপ্টার ভেঙে পড়লে পাত্রীসহ তিন জন নিহত হন। মন্তব্য