kalerkantho


একলা থাকার মুহূর্তে কী করেন নারীরা?

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৭ ১৬:৫২একলা থাকার মুহূর্তে কী করেন নারীরা?

প্রত্যেকেরই কিছু নিজস্ব মুহূর্ত থাকে। সমাজ-ব্যক্তি-পরিবার কোনো কিছুই সে মুহূর্তে প্রভাব ফেলতে পারে না। সাধারণভাবে একজন মানুষকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত, একান্ত মুহূর্তে তিনিই হয়তো অন্যরকম। একজনের রুচি-শিক্ষা-দীক্ষার মিলিত ইমেজ হয়তো সে ব্যাপারের সঙ্গে একেবারেই খাপ খায় না। এ কথা যেমন পুরুষদের ক্ষেত্রে সত্যি, তেমনই মহিলাদের ক্ষেত্রেও। 

সাধারণভাবে মহিলারা বাইরে নিজেদেরকে তুলে ধরেন। রূপটানে সাজসজ্জায় যেভাবে তাঁদের দেখা যায়, নিজস্ব মুহূর্তে সেই শৌখিনতার আবরণ খসে যায়। তাহলে কীরকম সেই সব মুহূর্ত? এ প্রশ্নেরই উত্তর খুঁজেছিলেন শিল্পী স্যালি নিক্সন। তাঁর ছবিতেই উঠে এসেছে মহিলাদের একান্ত কাটানো মুহূর্তগুলি।


প্রায় বছর দুয়েক ধরে এই ছবিগুলো তৈরি করেছেন শিল্পী। নিজের জীবন বা বন্ধুদের জীবনের অভিজ্ঞতাই ভরে তুলেছে তার ক্যানভাস। সাম্প্রতিক ছবিগুলি তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। আর তাইই যেন হয়ে উঠেছে অন্য এক আরশিমহল। সঙ্গত কারণে একটি ছবিই দেওয়া হলো।

শিল্পী জানিয়েছিলেন, মহিলাদের একান্ত মুহূর্ত হয়তো অনেক মিথই ভেঙে দেবে। কেননা এই ছবি মহিলাদের এমনভাবে তুলে ধরেছে, যেখানে তাদের পারফেক্ট ফিগার নেই। কাজকর্মও এমন যা চমকে দিতে পারে। 

রেস্তোরাঁ থেকে বাথরুম কিংবা মেসের ঘর- নানা মুহূর্তে মহিলাদের নিজস্ব ভাবভঙ্গি উঠে এসেছে তার আঁকায়। ভাবনা আর বাস্তবের মধ্যে যে ফারাক, এই ছবিগুলো যেন সে কথাই মনে করিয়ে দিচ্ছে।
সূত্র : সপ্রমন্তব্য