kalerkantho


অনুমতি না নিয়ে ট্রেনে মহিলার ছবি তুলল যুবক, তারপর …

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৭ ১৬:৪৬অনুমতি না নিয়ে ট্রেনে মহিলার ছবি তুলল যুবক, তারপর …

অনুমতি না নিয়ে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িতে।
অভিযোগ, বৃহস্পতিবার শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়িগামী পদাতিক এক্সপ্রেসে চড়েন দাদা, বউদির সঙ্গে এক যুবতী৷ তাঁদের সঙ্গে একই কামরায় ওঠে কোচবিহারের বাসিন্দা নিরঞ্জন দাস নামে এক যুবক৷ ট্রেন চালু হওয়ার কিছুক্ষণ পর থেকেই নিরঞ্জন মোবাইলে ওই যুবতী ও তাঁর বউদির ছবি তুলতে শুরু করে৷ এতে আপত্তি জানালেও সে শোনে না বলে অভিযোগ৷
এরপর ওই যুবতীর দাদা নিরঞ্জনের মোবাইলটি কেড়ে নেন৷ তিনি দেখেন তাঁর স্ত্রী ও বোনের ছবি নিরঞ্জন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধুদের পাঠাচ্ছে এবং সেখান থেকে নানা অশ্লীল মন্তব্য আসছে৷ এরপর ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে থামলেই এ বিষয়ে জিআরপি থানায় অভিযোগ জানানো হয়৷ শুক্রবার রেলপুলিশ নিরঞ্জনকে গ্রেফতার করে৷ তাকে আদালতে পেশ করা হলে বিচারক তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দেয়৷
- সপ্র

 মন্তব্য