kalerkantho


পাল্টাপাল্টি ইসরাইল-সিরিয়া হামলায় সিরিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৭ ০৫:৪০পাল্টাপাল্টি ইসরাইল-সিরিয়া হামলায় সিরিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস

ইসরাইল এই প্রথমবারের মতো তাদের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ইসরাইলি সেনাবাহিনী স্বীকার করেছে যে তাদের যুদ্ধবিমান সিরিয়ার বেশকিছু লক্ষ্যবস্তুকে উদ্দেশ করে হামলা চালিয়েছিল। অন্যদিকে সিরিয়ার সেনাবাহিনী বলছে, ইসরাইলি যুদ্ধবিমান তাদের আকাশসীমায় ঢোকার পর তারা সেগুলো লক্ষ্য করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

তবে শেষ পর্যন্ত সব কয়টি ইসরাইলি যুদ্ধ বিমানই নিরাপদে ঘাঁটিতে ফিরে গেছে বলে দাবি করছে ইসরাইল। সিরিয়ার যুদ্ধে প্রেসিডেন্ট আসাদের পক্ষে অংশ নেয়া হিজবুল্লাহকে টার্গেট করে ইসরাইল আগেও হামলা করেছে বলে মনে করা হয়, তবে এই প্রথম ইসরাইলের পক্ষ থেকে এরকম স্বীকোরোক্তি পাওয়া গেল।

সিরীয় লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি জর্দানে বিধ্বস্ত হয়েছে এবং অন্য দুটি ইসরায়েলে বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। কারো আহত হবার খবর পাওয়া যায়নি। সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে একটি ভবনের পাশে বিধ্বস্ত ধাতুর টুকরোকে ঘিরে রয়েছে একদল লোক। বলা হচ্ছে এগুলো ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ।
সূত্র : বিবিসিমন্তব্য