kalerkantho


দিল্লির দরগা প্রধান পাকিস্তানে গিয়ে নিখোঁজ

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৭ ০৪:১১দিল্লির দরগা প্রধান পাকিস্তানে গিয়ে নিখোঁজ

পাকিস্তানে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন দিল্লির নিজামউদ্দিন দরগার প্রধান মৌলবি সৈয়দ আসিফ আলি নিজামি এবং তাঁর ভাইপো। নিজামির বড় ছেলে সাজিদ আলি নিজামি বিষয়টি মোদি সরকারকে জানিয়েছেন। 

পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানালেন, পাক সরকারের সঙ্গে এই নিয়ে কথা বলা হয়েছে। 

ভাইপো নাজিম নিজামি (‌৬০)‌ কে নিয়ে ৬ মার্চ করাচি গেছিলেন আসিফ আলি নিজামি। সেখানে আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করে লাহোরে বাবা ফরিদের দরগা দাতা দরবারে চাদর চড়াতে যান তারা। নিজামউদ্দিনের গুরু ছিলেন ফরিদ। নিজামউদ্দিন এবং দাতা দরবার দরগার মৌলবিরা প্রায়ই একে অন্যের দরগায় যান। ১৪ মার্চ লাহোরের দাতা দরবার সুফি দরগায় চাদর চড়ান নিজামি এবং তার ভাইপো। বিকেল সাড়ে ৪টের সময় লাহোর বিমানবন্দর থেকে করাচির বিমানে ওঠার কথা ছিল তাদের। লাহোর বিমানবন্দরে নথিপত্র দেখার জন্য নাজিম নিজামিকে আটকানো হয়। 

তবে আসিফ আলিকে বিমান ধরার অনুমতি দেয় অভিবাসন দপ্তর। আসিফ আলির ছেলে সাজিদ জানিয়েছেন, তার পর থেকে দুজনের খোঁজ মেলেনি। দুজনের মোবাইলও সুইচড অফ। বিষয়টি নিয়ে পাক সরকারের সঙ্গে কথা বলেছে দিল্লি এবং ইসলামাবাদে ভারতীয় দূতাবাস।মন্তব্য