kalerkantho


৭ দিনের মধ্যে ছেলে থেকে মেয়েতে রূপান্তর হল যুবক

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৭ ০৩:০০৭ দিনের মধ্যে ছেলে থেকে মেয়েতে রূপান্তর হল যুবক

এক সপ্তাহ ধরে ছেলে নিখোঁজ। হঠাৎ করেই বাড়িতে পুলিশের ফোন। ছেলের সন্ধান পাওয়া গেছে ভেবে আনন্দে পরিবারের সবাই লাফালাফি শুরু করে দিল। কিন্তু পুলিশ জানাল, ‘আপনাদের ছেলে আর ছেলে নেই, এখন থেকে তিনি আপনাদের মেয়ে।’

এমন ঘটনা ঘটেছে ভারতের মাধবপুরে। এ ঘটনায় পুলিশ জানায়, ওই যুবক তার লিঙ্গ পরিবর্তনের জন্যই নিখোঁজ হয়েছিলেন। এমন খবর শোনার পর তার বাবা-মা, ছোট বোন এ ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছেন।

পুলিশ বলছে, শ্যাম একজন স্নাতক ডিগ্রিধারী। কয়েক বছর আগে শ্যাম উপলব্ধি করতে পারেন যে, তিনি ছেলে থেকে মেয়েতে রূপান্তর হতে যাচ্ছেন। সেই সময় শ্যাম তার লিঙ্গ পরিবর্তনের বিষয়টি পরিবারকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু পরিবার তার কথা শোনেনি। এক সপ্তাহ আগে শ্যাম নিখোঁজ হওয়ার আগপর্যন্ত পরিবারের সবাই ভাবছিলেন, সবকিছু ঠিক আছে।

পুলিশ আরও কর্মকর্তা আরো বলেন, শ্যাম লিঙ্গ পরিবর্তনের অপারেশনের জন্যই সেখানে গিয়েছিলেন। তিনি আমাদের জানিয়েছেন, নিজের ইচ্ছায় তিনি তার লিঙ্গ পরিবর্তনের জন্য অপারেশন করছেন। আমরা তার পরিবারকে বিষয়টি জানাই এবং মামলাটি নিষ্পত্তির কথা বলি। খবর পেয়ে তার পরিবার হাসপাতালে গেলেও শ্যাম তাদের সঙ্গে দেখা করতে অসম্মতি জানিয়েছেন।মন্তব্য