kalerkantho


বিমানে ঘুমের মধ্যেই হেডফোন বিস্ফোরণ

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মার্চ, ২০১৭ ১৭:৩৭বিমানে ঘুমের মধ্যেই হেডফোন বিস্ফোরণ

বিমানে ওঠার পরেই ঘুম ঘুম ভাব এসেছিল মহিলার। বেইজিং থেকে মেলবোর্ন, একটা লম্বা সফর। সঙ্গী হিসাবে কানে গুঁজে নিয়েছিলেন ব্যাটারিচালিত হেডফোন। বিমান তখন মাঝ আকাশে। হঠাতই ছোট বিস্ফোরণের আওয়াজ। সকলেই চমকে উঠেছিলেন। কী হয়েছে দেখতে গিয়ে দেখা যায়, বিমানের মেঝেতে তখন দাউ দাউ করে জ্বলছে একটি হেডফোন। আর যাঁর এই হেডফোন, সেই মহিলাযাত্রীর মুখের এক পাশ পুড়ে কালো হয়ে গিয়েছে।

ঘটনার দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর তদন্তকারীদের কাছে ওই মহিলা জানান, হঠাতই তিনি গাল এবং ঘাড়ের কাছে জ্বালা অনুভব করেন। হেডফোন থেকেই এমন কিছু হয়েছে বোঝামাত্রই সেটা বিমানের মেঝেতে ফেলে দেন। দেখেন হেডফোন থেকে আগুন বেরোচ্ছে। 

বিষয়টি আস্তে আস্তে স্পষ্ট হয়। ওই বিমান সংস্থার আধিকারিকদের দাবি, ব্যাটারিচালিত ডিভাইস নিয়ে যাতে বিমানে না ওঠা হয় সে জন্য যাত্রীদের সতর্ক করা হয়েছিল। কিন্তু তার পরেও এমন ঘটনা কী ভাবে ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

 মন্তব্য