kalerkantho


২০১৮ বা ২০১৯ সালের মধ্য স্কটল্যান্ডে আবার গণভোট

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৭ ০৩:২৩২০১৮ বা ২০১৯ সালের মধ্য স্কটল্যান্ডে আবার গণভোট

ব্রেক্সিটের মূল্য চোকাতে হতে পারে ব্রিটেনকে। এবার ব্রিটেনে থাকবে কিনা তা নিয়ে গণভোট হবে স্কটল্যান্ডে। গতকাল সোমবার স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্ট্রুগান জানিয়েছেন ২০১৮ বা ২০১৯ সালের মধ্যে তিনিও গণভোট চাইবেন। 

ওয়েস্টমিনস্টার সংবিধানের ৩০ ধারা মেনে ব্রিটেন থেকে বিচ্ছেদ চেয়ে গণভোট চাইতে স্কটল্যান্ডের পার্লামেন্টে তিনি বিল আনবেন বলে জানিয়েছেন। সেই গণভোটে যদি স্কটল্যান্ড আলাদা হওয়ার পক্ষে মত দেয় তবে ভেঙে যাবে ব্রিটেন। 

এর আগেও দু‌টি গণভোট দেখেছে স্কটল্যান্ড। প্রথম বার ছিল স্কটল্যান্ড ব্রিটেন থেকে বেরিয়ে যাবে কিনা। স্কটল্যান্ডকে ব্রিটেন থেকে বিচ্ছেদ রুখতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন সেবার জোরদার প্রচার চালিয়েছিলেন। স্কটিশরাও ব্রিটেনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি পাল্টায় ব্রেক্সিট নিয়ে গণভোটে। স্কটল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইংল্যান্ড ব্রেক্সিটের পক্ষে ভোট দেয়। 

ব্রিটিনের প্রধানমন্ত্রী টেরেসা মে যতই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বার হতে চাইছেন ততই বেঁকে বসছে স্কটল্যান্ড। তারা মনে করছেন মতের বিরুদ্ধে যাচ্ছে ব্রিটেন। এই অবস্থা আটকাতে আগেভাগে ব্রিটেন থেকেই বার হতে চাইছে স্কটল্যান্ড। 

স্ট্রুগান বলেন, ‘‌আমি নিশ্চিত করতে চাই ইইউ থেকে ব্রিটেন বার হওয়ার পরেও যেন স্কটল্যান্ডের সামনে থেকে যাওয়ার একটা বিকল্প থাকে।মন্তব্য