kalerkantho


বরফ জমে অদ্ভুত চেহারা পেল বাড়িটি

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৭ ০১:০২বরফ জমে অদ্ভুত চেহারা পেল বাড়িটি

এমনই ঠাণ্ডা হাওয়ার শক্তি, লেক থেকে জল উঠে বাড়ির বারান্দায় পড়তেই তা জমে বরফ হয়ে গেল। জমে গেল বারান্দায় রাখা কেতাবি চেয়ার টেবিল, সোফাও। নিউ ইয়র্কের অন্টারিও হ্রদের সৈকতে তৈরি একটি বাড়ির এমন অদ্ভুত চেহারা ফেসবুকে দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। কেউ কেউ তো বিশ্বাসই করতে চাননি, হ্রদের জল জমে এই কাণ্ড ঘটিয়েছে। একটা গোটা বাড়ি, জমে বরফ হয়েছে, প্রথমটায় নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না কেউ কেউ। 

ছবিটি তুলেছিলেন চিত্রগ্রাহক জন কুকো। তিনি জানিয়েছেন, ‘ছবি দেখে কেউ বিশ্বাসই করতে চাইছে‌ না, বরফ জমে এই কাণ্ড ঘটেছে। সবাই বলছে, আমি নাকি ছবি তোলার জন্য ফোম ছিটিয়েছি।’ নিউ ইয়র্কের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এই প্রবল ঠাণ্ডা হাওয়া ও ঝড়ের দাপট আরও বেশ কয়েকদিন চলবে। সেই আদপটের চোটে সোমবার ও মঙ্গলবার অত্যাধিক তু্ষারপাতেরও সম্ভবনা রয়েছে। ‌‌‌মন্তব্য