kalerkantho


মঙ্গলে আলু ফলানো সম্ভব!

কালের কণ্ঠ অনলাইন   

১০ মার্চ, ২০১৭ ১৮:০৩মঙ্গলে আলু ফলানো সম্ভব!

লালগ্রহ মঙ্গলের রুক্ষ জমিতেও আলু ফলানো সম্ভব। এমনই দাবি করল ইন্টারন্যাশনাল পটাটো সেন্টার। পেরুর লিমায় অবস্থিত এই সংস্থা জানিয়েছে তারা কৃত্রিম উপায়ে মঙ্গল গ্রহের অনুরূপ আবহাওয়া তৈরি করে সেখানে বিভিন্ন ধরণের আলু চাষ করে দেখেছে। পরীক্ষা সফলও হয়েছে। কতটা চূড়ান্ত প্রতিকূল আবহাওয়ায় আলু ফলতে পারে তাও পরীক্ষা করা হয়েছে। সংস্থা জানিয়েছে মঙ্গলের হুবহু আবহাওয়া তৈরি করতে তারা নাসার সাহায্য নিয়েছে। তৈরি করেছে কিউবস্যাট। যারমধ্যে আলুর কন্দ বপন করে করা হয় চাষ। এমনকি তাদের দাবি, এই পরীক্ষা শুধু মঙ্গলে আলু চাষ সম্ভব কিনা তারই ধারণা দেবে না, পাশাপাশি পৃথিবীতেও কতটা প্রতিকূল পরিবেশে আলু চাষ সম্ভব সে সম্বন্ধে প্রচ্ছন্ন ধারণা দেবে। নানা প্রজাতির আলুর চাষ করে পরীক্ষা এখনও চলছে।

- ইন্টারনেটমন্তব্য