kalerkantho


জার্মানিতে রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা

কালের কণ্ঠ অনলাইন   

১০ মার্চ, ২০১৭ ০৬:০৬জার্মানিতে রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা

জার্মানির ডুসেলডর্ফের প্রধান রেলস্টেশনে কুড়াল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯ টার দিকে এই হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করেছে দেশটির পুলিশ। তবে এছাড়া আরও কয়েকজন সংশ্লিষ্ট থাকতে পারে বলে পুলিশের ধারণা।

সামাজিক মাধ্যমে পাওয়া ছবিতে দেখা যায়, স্টেশনকে ঘিরে ফেলেছে পুলিশ। উপর চলছে হেলিকপ্টারও। আহত মানুষরা রাস্তায় পড়েছলেন। জার্মান সংবাদমাধ্যম স্পাইজেলের এক সাংবাদিক ঘটনার সময় উপস্থিত ছিলেন। তিনি জানান, ঘটনা এখন স্বাভাবিক হতে শুরু করেছে।

ডুসেলডর্ফ হাপবাহনফ শহরের প্রধান রেলস্টেশন। প্রতিদিন প্রায় আাড়াই লাখ মানুষ এই স্টেশনে যাওয়া আসা করে।মন্তব্য