kalerkantho


৭২ বয়সে এসে মা হলেন বৃদ্ধা

কালের কণ্ঠ অনলাইন   

১০ মার্চ, ২০১৭ ০১:৩২৭২ বয়সে এসে মা হলেন বৃদ্ধা

বয়স সত্তরের কোঠায়। চুল সব পেকে গিয়েছে। শরীরও দুর্বল। আর কোলে ফুটফুটে ছোট্ট একটা শিশু। লোকে দেখলে ভাববেন নাতিই হবে। কিন্তু সত্যিটা অবাক করবে আপনাকে। নাতি নয়, ছোট্ট এই ফুটফুটে শিশুটি তার কোলের ছেলে। একমাত্র সন্তান। 

না, কোনও সারোগেসি নয়। ভারতের পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা দলজিন্দর কউর ৭২ বছর বয়েসেই জন্ম দিয়েছেন ছোট্ট এই শিশুর। 

২০১৬–র ১৯শে এপ্রিল জন্ম হয়েছে আর্মান সিংয়ের। বিয়ের ৪৬ বছর পরে সন্তান কোলে নিয়ে খুশি দলজিন্দরের স্বামী মহিন্দর সিং গিলও। বয়স তাঁর ৮০–র কোঠায়। সন্তান সুখের জন্য ৪৬ বছর ধরে একাধিক চিকিৎসককের পরামর্শ নিয়েছেন তারা। একাধিকবার আইভিএফও করিয়েছেন দলজিন্দর। কিন্তু প্রতিবারই বিফলে গিয়েছে। শেষে হিসারের ন্যাশনাল ফার্টিলিটি ক্লিনিকের চিকিৎসক অনুরাগ বিষ্ণোই অসাধ্য সাধন করেছেন। ৭২ বছরেও দলজিন্দরের মা হওয়ার স্বপ্ন পূরণ করেছেন তিনি। কিন্তু দলজিন্দরের হাই সুগারের কারণে জন্মের পর থেকেই শিশুর ওজন স্বাভাবিকের থেকে অনেকটাই কম ছিল। এখনও স্বাভাবিক ওজন হয়নি তার। মায়ের দুধ মাত্র ৩ মাস খেয়েছে সে। তার পর থেকে বাইরের দুধ খেয়েই বড় হচ্ছে আর্মান সিং। তবে খেলাধুলোয় কমতি নেই তার। আর্মানেকে সামলাতেই এখন দিন কাটে দলজিন্দর আর মহিন্দরের। ‌‌মন্তব্য