kalerkantho


চীনে জনপ্রিয় হচ্ছেন ইভানকা

কালের কণ্ঠ অনলাইন   

২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:১৮চীনে জনপ্রিয় হচ্ছেন ইভানকা

সুন্দর চোখ, ঝলমলে মুখ, চোখ ধাঁধানো শারীরিক অবয়ব, সঙ্গে বাণিজ্য জগতে বাবার মতোই বিপুল জনপ্রিয়তা ইভানকা ট্রাম্পকে চীনের বাজারে ক্রমে জনপ্রিয় করে তুলছে। ছোট থেকে বড় একাধিক চীনা বাণিজ্য সংস্থাই শুধু নিজের দ্রব্যের সঙ্গে জুড়ে নিতে চাইছে ইভানকা ট্রাম্পের নাম। ব্যাপারটা এখন এমন যে, ইভানকা থাকলেই যেন ব্যবসা বাড়বে হু হু করে।

'ট্রেডমার্ক' এর জন্য নানা রকম নামে ব্যবহার করতে চাওয়া হচ্ছে ইভানকার নাম। কেউ ‘'ইভানকা ট্রাম্প' মানে তার পুরো নাম ব্যবহার করতে চাইছেন। কেউ শুধু ইভানকা ব্যবহার করছেন। আবার কেউ ইভানকার চীনা উচ্চারণ ইয়াঙ্কা ব্যবহার করতে চাইছেন। কী নেই আবেদনকারী সংস্থার তালিকায়। ডায়েট পিল, খাবার, থেকে শুরু করে প্রসাধনী দ্রব্য, নারীদের নানা রকম জিনিসের জন্য ইভানকার নাম চাওয়া হয়েছে।

তবে হঠাৎ করে এত জনপ্রিয়তা পেলেন কী করে ডোনাল্ড ট্রাম্পের কন্যা। এক চীনা শিল্পপতি জানালেন, '২০১৬ সালে যখন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের প্রচারে আসতে শুরু করেছেন ইভানকা, তখন থেকেই তার দিকে নজর ছিল চীনের মানুষের। এরপর ক্রমে চীনের সঙ্গে একটি আত্মিক সম্পর্ক গড়ে ওঠে ইভানকার। গত বছর চীনের নববর্ষের দিন ওয়াশিংটনে চীনের দূতাবাসে সারাদিন উৎসব পালন করেন ইভাঙ্কা। এ ছাড়াও, ইভানকার কথা টিভিতে শুনে চীনের বিশাল অংশের নারীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল। তাই ব্যবসার ক্ষেত্রে ইভানকার নাম থাকলে অনেক সুবিধা হতে পারে।'মন্তব্য