kalerkantho


ট্রাম্পের দেশে এবার হেনস্থার শিকার বক্সার মোহাম্মদ আলীর ছেলে!

কালের কণ্ঠ অনলাইন   

২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৫১ট্রাম্পের দেশে এবার হেনস্থার শিকার বক্সার মোহাম্মদ আলীর ছেলে!

এবার আমেরিকার ফ্লোরিডা বিমানবন্দরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে হেনস্থার শিকার হলেন প্রয়াত কিংবদন্তি বক্সার কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আলী জুনিয়র। ঘটনাটি গত ৭ ফেব্রুয়ারির হলেও আজ শনিবার প্রকাশ্যে আসে। এই ঘটনায় যথারীতি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।

মোহাম্মদ আলী জুনিয়রের পারিবারিক বন্ধু আইনজীবী ক্রিস ম্যানসিনির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, জামাইকায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফোর্ট লাউডারডেল হলিউড বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ আলী জুনিয়র ও বক্সারের প্রথম পক্ষের স্ত্রী খলিলা ক্যামাচো আলি। কিন্তু বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা তল্লাশির নামে তাদের আটকে রাখেন। প্রায় দুই ঘণ্টা তাকে আটকে রেখে জানতে চাওয়া হল তার নাম, ধর্ম ও দেশ।

মোহাম্মদ আলীর স্ত্রী যখন স্বামীর ছবি দেখান তখন তাকে ছেড়ে দেন কর্মকর্তারা। তবে তার ছেলেকে ২ঘণ্টা আটকে রেখে জেরা করা হয়। জানতে চাওয়া হয়, এই নাম তিনি কোথা থেকে পেয়েছেন এবং তিনি মুসলিম কিনা? প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী জুনিয়র বলেন, তিনি মুসলিম। এরপর তার জন্মস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়।

এই হেনস্থার ঘটনায় ওই অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মোহাম্মদ আলী জুনিয়রের আইনজীবী। মন্তব্য