kalerkantho


শিশুকে প্রথমে খুন, এরপর যে কাণ্ড ঘটাল ‘নরখাদক’

কালের কণ্ঠ অনলাইন   

২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:৫৮শিশুকে প্রথমে খুন, এরপর যে কাণ্ড ঘটাল ‘নরখাদক’

সাত বছরের এক শিশু প্রথমে খুন। তারপর সেই ছোট দেহটি টুকরো টুকরো করে খাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের পিলিভিটে। এ ঘটনায় অভিযুক্ত যুবক নাজিম মিয়াকে গ্রেপ্তারও করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গ্রেপ্তারকৃত নাজিম মাদকাসক্ত। অতিরিক্ত নেশা করার ফলেই হিতাহিত ভুলে গিয়েছে সে।

এ ঘটনার দিন সাত বছরের মহম্মদ মণীশ বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। অভিযোগ, প্রতিবেশী নাজিম তাকে ভুলিয়ে ভালিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানেই মণীশকে খুন করে তার দেহের বিভিন্ন অংশ কেটে টুকরো টুকরো করে ফেলে এবং নরমাংস খেতে শুরু করে নাজিম। নাজিমের পাশের বাড়ির কারও নজরে ঘটনাটি আসতেই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ এই দৃশ্য দেখে কার্যত অবাক হয়ে যায়।

এ ব্যাপারে তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানান, ওই শিশুটির দেহ মাটিতে শোয়ানো ছিল। মাথা থেকে ধড় আলাদা। ঘরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চাপ চাপ রক্ত। পাশেই বসে ছিল নাজিম। পুলিশকে দেখে নিজেই এগিয়ে আসে সে। ‘নরখাদক’ নাজিমকে গ্রেপ্তার করে পুলিশ। 

তিনি আরো জানান, মণীশের বাবা নাজিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। আদালত আপাতত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

তবে অভিযুক্ত যতই মাদকাসক্ত হোক না কেন, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।
সূত্র: সংবাদ প্রতিদিনমন্তব্য